Can't found in the image content. অনুশীলন ছেড়ে অসুস্থ মায়ের পাশে মাহমুদউল্লাহ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

অনুশীলন ছেড়ে অসুস্থ মায়ের পাশে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩

অনুশীলন ছেড়ে অসুস্থ মায়ের পাশে মাহমুদউল্লাহ
বিশ্বকাপের বিকল্প মাথায় রেখে আরও ৯ জন ক্রিকেটারকে নিয়ে আলাদা ক্যাম্প করছে বিসিবি। এই ৯ জনের মধ্যে সৌম্য সরকার ও তামিম ইকবাল যেমন আছেন, তেমনি মাহমুদউল্লাহ রিয়াদও। 

গত দুদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে ছিলেন আটজন ক্রিকেটার। মাহমুদউল্লাহকে না দেখে প্রশ্ন জাগে সবার মধ্যে। বিসিবি পরিচালকদের এক-দুজন রিয়াদের অনুশীলনে যোগ না দেওয়ার কারণ জানতে চেয়েছেন। 

সোমবার ক্রিকেট পরিচালনা বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ। ময়মনসিংহে থাকা অসুস্থ মাকে দেখভাল করছেন তিনি। শিগগির অনুশীলনে যোগ দিতে চান মিডলঅর্ডার এ ব্যাটার।