Can't found in the image content. কলকাতায় পৌঁছেছে আবাহনী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

কলকাতায় পৌঁছেছে আবাহনী

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ২১, ২০২৩

কলকাতায় পৌঁছেছে আবাহনী
এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফ ম্যাচ খেলতে আজ (২১ আগস্ট) সোমবার কলকাতায় পৌছেছে বাংলাদেশের ক্লাব আবাহনী লিমিটেড। দুটি ভাগে ভাগ হয়ে ২৭ জন ফুটবলার কলকাতায় পৌঁছেছে।

সেখানে আগামীকাল ভারতের ক্লাব মোহনবাগানের বিপক্ষে খেলবে মারিও লেমোসের শিষ্যরা।
সকাল সাড়ে ৭টায় ও দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে আবাহনী ফুটবল দলের সদস্যরা কলকাতায় যান। কলকাতা থেকে আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আবাহনী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করবে। আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ওই ভেন্যুতেই মোহনবাগানের মুখোমুখি হবে।

জ্বর ও ইনজুরির কারণে তিন ফুটবলার দলের সঙ্গে কলকাতা যেতে পারেননি। তারা হলেন প্রীতম, আলমগীর ও রেজাউল রেজা।

এএফসি কাপে আবাহনী ও মোহনবাগান চতুর্থবার মুখোমুখি হচ্ছে। আগের তিনবারের সাক্ষাতে মোহনবাগান ২ বার জিতেছে ৩-১ গোলে, এক ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

গত বছর এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফে এই মোহনবাগানের বিপক্ষেই খেলা পড়েছিল আবাহনীর। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক দলের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।

১৬ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে উঠেছে আবাহনী। মোহনবাগানকে হারাতে পারলে জায়গা করে নিতে পারবে গ্রুপপর্বে।