Can't found in the image content. বিশ্বকাপের আগে ভারতীয় অভিনেতার সঙ্গে আফ্রিদির সাক্ষাৎ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিশ্বকাপের আগে ভারতীয় অভিনেতার সঙ্গে আফ্রিদির সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩

বিশ্বকাপের আগে ভারতীয় অভিনেতার সঙ্গে আফ্রিদির সাক্ষাৎ

সুনীল শেঠি-শহিদ আফ্রিদি

চলতি মাসেই পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপ শেষ হওয়ার দুই সপ্তাহ ব্যবধানে ৫ অক্টোবর ভারতে হবে আইসিসি বিশ্বকাপ। 

এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারতীয় ক্রিকেট দল। তারা এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে শ্রীলংকায়। 

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার ঘোষণা দেওয়ার পর পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার হুমকি দিয়েছিল। অবশেষে আইসিসি সভাপতির অনুরোধে ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। 

এশিয়া কাপ এবং বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রে ভারতের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির সঙ্গে দেখা হয় পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। 

ভারতীয় তারকা ক্রিকেটার লোকেশ রাহুলের শ্বশুর অভিনেতা সুনীল শেঠিকে ‘আসসালামুআলাইকুম’ বলে সম্বোধন করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। 

এ সময় শহিদ আফ্রিদি তার শিশু দুই কন্যাকে সুনীল শেঠির সঙ্গে পরিচয় করিয়ে দেন। আফ্রিদি ও সুনীল শেঠির মধ্যকার সৌজন্য সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।