বাংলাদেশ ক্রিকেটে তামিম নামটি জড়িয়ে আছে প্রায় দেড় যুগ ধরে। কিন্তু এবারের এশিয়া কাপে দেখা যাবে না তামিমকে। কিন্তু সেই তামিম না থাকলেও আছেন নতুন তামিম। বলছি তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের কথা।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিমের এবার আসল বিশ্বকাপ জয়ের লক্ষ্য। জাতীয় দলে সুযোগ পেয়েছেন তামিম ইকবালের ইনজুরিতে। তবে সুযোগটা কাজে লাগিয়ে দলে স্থায়ী হওয়ার লক্ষ্য তার।
টাইগার ক্রিকেটের পঞ্চপান্ডব তামিম ইকবালের ইনজুরিতে তার জন্য সম্ভাবনার দুয়ার খুলে গেছে। এশিয়া কাপ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন। জুনিয়রের চোখ যদিও বিশ্বকাপে। যুব বিশ্বকাপের মতো এবার বড়দের বিশ্বকাপও জিততে চান তরুণ এই টাইগার ব্যাটার।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্সের পর অনেকদিন কোন আলোচনায় ছিলেন না। ঢাকা প্রিমিয়ার লিগ ও ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করে আবারো নজর কেড়েছেন। ডাক পেয়েছেন এশিয়া কাপে। তামিম ইকবালের সাথে নামের মিল। পারফরমেন্সেও সিনিয়র তামিমের মতো ক্যারিয়ার উজ্জল করার লক্ষ্য তার।