ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

নতুন চুক্তিকে নারী ফুটবলারদের সুখবর দিলো বাফুফে

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

নতুন চুক্তিকে নারী ফুটবলারদের সুখবর দিলো বাফুফে
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর নারী ফুটবল দলকে নিয়ে আশাবাদী পুরো দেশ। কিন্তু সুযোগ-সুবিধার দিক থেকে নারী ফুটবলাররা ছিলেন বেশ পিছিয়ে। তাই বেতন-ভাতাসহ আরও কিছু সুবিধাদি চেয়ে দাবি জানিয়ে আসছিলেন সাবিনা-সানজিদারা। 

অবশেষে বেতন বাড়ানো দাবি পূরণ করা হয়েছে তাদের। বুধবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির তথ্যাবলী প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে। 

নতুন চুক্তিতে ৩১ জন ফুটবলারের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। যেখানে ১৫ জন পাবেন ৫০ হাজার, ১০ জন ৩০ হাজার, বাকি ছয় জন ১৫-২০ হাজারের মতো করে মাসিক বেতন পাবেন। বাফুফের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন তারা। যা ৬ মাস পর নবায়ন করা যাবে।

বোর্ড সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আমাদের স্পন্সর ও ফিফা ফান্ড রয়েছে। সেখান থেকে এটা ম্যানেজ হবে। আমার সামর্থ্য থাকলে আরও বেশি দিতাম।