Can't found in the image content. নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফাইনালে স্পেন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ১৬, ২০২৩

নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফাইনালে স্পেন
ফিফা নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো স্পেন। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন খেলতে নামে সুইডেনের বিরুদ্ধে। আর সেই ম্যাচে সুইডেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠলো স্প্যানিশ নারী ফুটবলাররা। 

মঙ্গলবার সুইডেনের বিরুদ্ধে ৪-৩-৩ ফর্মেশনে দল নামান জে ভিলদা। অপরদিকে সুইডেন ৪-২-৩-১ ফর্মেশনে স্পেনের বিরুদ্ধে দল নামান সুইডেনের পি গেরহার্ডসন। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি দুই দলের কেউই। ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে নামলে দুই দলই নিজেদের সেরাটা ঢেলে দেয়।

তবে ৮১ মিনিটের মাথায় প্রথম গোল হয় এই ম্যাচে। ৮১ মিনিটের মাথায়  সালমার গোলে এগিয়ে যায় স্পেন। ঠিক তার কয়েক মিনিটের মধ্যেই অর্থাৎ ৮৮ মিনিটের মাথায় রেবেকার গোলে সমতা ফেরায় সুইডেন। সুইডেনের ডিফেন্সকে বোকা বানিয়ে ওলগা কারমোনা ৮৯ মিনিটের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন। এরপর আর কোনও দলই গোলের মুখ দেখতে পারেনি। ফলে ২-১ গোলে সুইডেনকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন।