Can't found in the image content. ‘সাকিব ভাইকে যে ছক্কাটা মেরেছিলাম, সবাই বলেছিল এটা কী শট?’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

‘সাকিব ভাইকে যে ছক্কাটা মেরেছিলাম, সবাই বলেছিল এটা কী শট?’

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩

‘সাকিব ভাইকে যে ছক্কাটা মেরেছিলাম, সবাই বলেছিল এটা কী শট?’
লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলে তাওহীদ হৃদয় বুধবার ঢাকায় ফিরেছেন। সেখানে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন তাওহীদ। ছয় ইনিংসে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে রান করেছেন ১৫৫। ফিফটি একটি।

এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় ৩ নম্বরে তাওহীদ। এর ওপরে দুজন হলেন পাকিস্তানের বাবর আজম (২৩৫) ও নিউজিল্যান্ডের টিম সাইফার্ট (১৬১)।

জাতীয় দলের ফর্মটা বিদেশি লিগেও ধরে রাখতে পেরে বেশ আনন্দিত হৃদয়। প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে গণমাধ্যমের সঙ্গে বলেছেন, ‘আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। অনেক উপভোগ করেছি। অনেক কিছু শিখেছি। আশা করি, সেটা সামনে কাজে লাগবে।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আবহটা হৃদয় যে বেশ উপভোগ করেছেন, সেটা বোঝা গেল পরের কথায়, ‘ভালো কেটেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তারা আমাদের ভালোভাবে ট্রিট করেছে। আমি যে বাইরের কেউ, সেটা বুঝতে দেয়নি।’

জাফনা কিংসের অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে আগেও বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন হৃদয়। আরও কয়েকজন চেনামুখ থাকায় মানিয়ে নেওয়ার কাজটা সহজ হয়েছে বলে মনে করেন হৃদয়, ‘থিসারা ছিলেন, মারিও (ভিল্লাভারায়েন, বাংলাদেশ দলের সাবেক ট্রেনার) ছিলেন, আমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ খেলেছে এমন কয়েকজন ছিল। আমার মনে হয়নি যে আমি ওখানে একা। সবসময় ওরা আমাকে সহযোগিতা করেছে। আমিও চেষ্টা করেছি সেরাটা দেওয়ার।’

লংকান দর্শকদের ভালোবাসা পেয়েও আপ্লুত হৃদয়, ‘বাউন্ডারিতে যখন ফিল্ডিংয়ে গেছি…ওরা আমাকে চিনেছে। সবসময় হৃদয়, হৃদয় বলে ডেকেছে (হাসি)।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তরুণ ক্রিকেটারদের জন্য শেখার এক দারুণ সুযোগ। হৃদয়ও সেই সুযোগটা নিতে চেয়েছেন। থিসারা পেরেরা ছাড়াও শোয়েব মালিক, ডেভিড মিলারের মতো ক্রিকেটারকে পেয়েছেন সতীর্থ হিসেবে। তাদের মধ্যে মিলারের সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল হৃদয়ের। 
কী ভাগ্য, ২২ গজে তার ব্যাটিং দেখে সেই মিলার নাকি নিজ থেকেই হৃদয়ের সঙ্গে কথা বলেছেন, ‘ভালো লেগেছে তার সঙ্গে কথা বলে। সে লিজেন্ড। আমিও চাচ্ছিলাম মিলারের সঙ্গে একটু কথা বলি। কিন্তু সাহসটা পাচ্ছিলাম না। পরে দেখেছি উনি আমার সঙ্গে কথা বলেছে। তার পর সবসময় চেষ্টা করেছি উনার সঙ্গে কথা বলার। উনার কাছ থেকে যতটা নেওয়া যায়, সেই চেষ্টা করেছি।’

লংকা প্রিমিয়ার লিগে এবার গল টাইটানসের হয়ে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। জাফনা কিংসের বিপক্ষে লিগ পর্বের এক ম্যাচে সাকিবের বলে মিড উইকেটে অদ্ভুত এক শটে ছক্কা মেরেছিলেন হৃদয়। মিলার সে শটটা দেখে অবাক হয়ে কী বলেছিলেন, সেই গল্পও শোনালেন হৃদয়, ‘মিলার আমাকে বারবার অ্যাপ্রিসিয়েট করছিল। বিশেষ করে আমি সাকিব ভাইকে যে ছক্কাটা মেরেছিলাম, শুধু মিলার নয়, পুরো টিম বলছিল, এটা আসলে কী শট (হাসি)! মিলার বলছিল, এটা শট অব দ্য ডে। 

৩০ আগস্ট শ্রীলংকা ও পাকিস্তানের মাটিতে শুরু হবে এশিয়া কাপ। শ্রীলংকার মাঠে খেলে আসা হৃদয়ের এতে সুবিধাই হওয়ার কথা, ‘হয়তো (সুবিধা) হবে। ওই নির্দিষ্ট দিনে কেমন করব, সেটাই চ্যালেঞ্জ। ওইখানে গেছি, খেলেছি, সেখানকার উইকেট সম্পর্কে, মাঠ সম্পর্কে আইডিয়া হয়েছে। একটু তো হেল্প হবেই আমার জন্য এবং দলের জন্য।’