চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টকে সামনে রেখে সবার আগেই দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া কাপের জন্য বাবর আজমের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান। ঘোষিত সেই দলে নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান তায়্যিব তাহির। দুই বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।
আগামী ২২ থেকে ২৬ আগস্ট শ্রীলংকর মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সেই সিরিজে দলে মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিলকে রাখা হলেও তিনি সুযোগ পাননি এশিয়া কাপে।
এশিয়া কাপে পাকিস্তান দল-
আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, ইফতিখার আহমেদ, তায়্যিব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।