Can't found in the image content. সাকিবই নতুন ওয়ানডে অধিনায়ক? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সাকিবই নতুন ওয়ানডে অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩

সাকিবই নতুন ওয়ানডে অধিনায়ক?
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে সফরের দ্বিতীয়দিন আজ থাকবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট ব্যক্তি ও মিডিয়া কর্মীরা দেখার সুযোগ পাবেন। এদিকে বিসিবির চিন্তা বাংলাদেশ দলের নতুন অধিনায়ক কে হবেন, এ নিয়ে। তামিম ইকবাল নেতৃত্ব ছেড়ে দেওয়ায় এই নতুন সমস্যা। আজ বিসিবির জরুরি সভায় সমস্যার সমাধান করতে চায় বিসিবি।

বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে আজ ক্রিকেটারদের স্কিল অনুশীলন শুরু হবে। এতদিন ফিটনেস টেস্ট ও হালকা অনুশীলনে ছিলেন ক্রিকেটাররা। কোচিং স্টাফদের আজ চলে আসার কথা। এশিয়া কাপের আগে ধাপে ধাপে ক্রিকেটারদের পূর্ণ প্রস্তুত করে তুলতে চায় টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপকে সামনে রেখে টিম ম্যানেজমেন্টের বড় চিন্তা অধিনায়ক নিয়ে। অধিকাংশ পরিচালক চান সাকিবকে ওয়ানডে দলের নেতৃত্ব দিতে। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, সাকিবকে অধিনায়কত্ব দেওয়া সবচেয়ে সহজ কাজ। কিন্তু তার পরিকল্পনা কি সেটাই আগে দেখতে হবে। আলোচনায় রয়েছেন লিটন দাসও। তামিম সরে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওডিআইতে নেতৃত্ব দিয়েছেন লিটন।