চলতি মাসে পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের ঠিক আগে গত বৃহস্পতিবার ওয়ানডে দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
তামিমের অবর্তমানে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে কে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন? এটাই এখন দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয়।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মতে, ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান।
শনিবার মিরপুরে সুজন বলেন, আমি কীভাবে বলি অধিনায়ক হিসেবে লিটন দাস আমার পছন্দ নয়। লিটন ভারতের বিপক্ষে সিরিজ জিতিয়েছে। তবে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে সাকিব। সাকিবের বুদ্ধি, অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। তবু লিটনকেও ছোট করতে চাই না। লিটন অতীতে খুবই ভালো করেছে।
জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর সুজন আরও বলেন, আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে (অধিনায়কত্ব) দেওয়াটাই ঠিক। আমার ব্যক্তিগত মত এটি। আর লিটন, শান্ত, মিরাজ এরাও তৈরি হবে। সামনে এদেরকেই অধিনায়কের ভূমিকা পালন করতে হবে। এদের হাতেই আর্মব্যান্ড যাবে। তামিম, মুশফিকরা অবসর নিলে এরাই সিনিয়র হবে।