ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

‘অনেকে মনে করে আমি বিসিবি থেকে অনেক টাকা পাই’

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ৬, ২০২৩

‘অনেকে মনে করে আমি বিসিবি থেকে অনেক টাকা পাই’
জাতীয় দলের ম্যানেজার এবং টিম ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সুজনকে এখন আর টিমের সঙ্গে আগের মতো দেখা যায় না। কারণ বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। 

শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলার একাডেমি মাঠ ও ইনডোর পরিদর্শন করেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা।

এদিন সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘মূলত কোনো কারণই নেই, আমার নিজের একটা জীবন আছে। আমি বিসিবিতে পরিচালক হিসেবে, একটা বিভাগের প্রধান (গেম ডেভেলপমেন্ট) হিসেবে আছি, সেখানে মনোযোগ দিতে হয়। একটা সময় বিসিবি প্রধান আমাকে দায়িত্ব দিয়েছিলেন জাতীয় দলের সঙ্গে থাকার জন্য, সেখানে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এরপর আমার নিজস্ব কারণে হোক কিংবা অন্য কিছুর জন্যই হোক এখন আমি জাতীয় দলের সঙ্গে নেই।’ 

তিনি আরও বলেন, ‘যখন দায়িত্ব ছিল তখন ক্রিকেটারদের ম্যানেজ করা, টিম ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক তৈরি করা। অর্থাৎ টিম ডিরেক্টর হিসেবে যা দায়িত্ব ছিল আমি করেছি। তখন লিখিত চুক্তি ছিল, এখন সেটা শেষ, আমার কাজও শেষ।’ 

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘অনেকে মনে করে আমি বিসিবি থেকে অনেক টাকা পাই, জানিয়ে দিই , এটার কোনো টাকা নেই। জানিয়ে দিই, এখানে যে কোনো কাজে আসি, এখান থেকে কোনো বেতন নেই। আমি কিন্তু বিসিবির কর্মী না, আমাকে এখানে কাজ করতেই হবে।’