ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ফিটনেস পরীক্ষায় বয়স বিবেচনায় পাশ মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩

ফিটনেস পরীক্ষায় বয়স বিবেচনায় পাশ মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ

চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। 

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। 

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে বৃহস্পতিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় দলের ট্রেনার নিক লির তত্ত্বাবধানে হয় ইয়ো ইয়ো টেস্ট।

ফিটনেস পরীক্ষায় পাশ মার্ক ছিল ১৮.৬। এতে সর্বোচ্চ ১৯.৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

৩৭ বছর বয়সি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছেন ১৭.৬। ন্যূনতম স্কোর না তুলতে পারলেও বয়স বিবেচনায় ফিটনেস পরীক্ষায় পাশ রিয়াদ। 

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ইয়ো ইয়ো টেস্টে যারা ১৮.৪ এর মধ্যে আছে, তাদের নিয়ে সন্তুষ্ট ম্যানেজমেন্ট। তবে কোনো ক্রিকেটার ১৭-এর নিচে পাননি।