জার্মান যাওয়া হলো না শুটার আব্দুল্লাহ হিল বাকির। ভিসা জটিলতার কারণে তার যাওয়া হয়নি।
হাংঝু এশিয়ান গেমস উপলক্ষ্যে উন্নত প্রশিক্ষণের জন্য ইউরোপে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু জার্মানিতে অস্ত্র নিয়ে যাওয়ার অনুমতি না পাওয়ায় হ্যানোভারে যাওয়া হচ্ছে না বাকির।
গত ২২ জুলাই ঢাকা ছাড়ার কথা ছিল বাকির। গত ২০ জুলাই ভিসাও পেয়েছিলেন বাকি। জার্মানি থেকে অস্ত্র বহনের অনুমতি না পাওয়ায় ২২ জুলাইয়ের টিকিট কেটেও বাতিল করতে হয়েছে তাকে।
হ্যানোভারে দুই সপ্তাহের ট্রেনিং ছিল। ফেডারেশন চেষ্টা করেছিল এক সপ্তাহ পর হলেও বাকি যেন যেতে পারেন। সেই চেষ্টা বিফলে যাওয়ায় জার্মানি যাওয়া হচ্ছে না বাকির।
জার্মানি যেতে না পারায় হতাশ সেরা এই রাইফেল শুটার, ‘শুটারকে অনুমতি দিল, অথচ অস্ত্র বহনের অনুমোদন দিল না। এটা কেমন হলো বুঝলাম না। অস্ত্র ও গুলি নিতে না পারলে কীভাবে অনুশীলন করব। তাই আর জার্মানি যাচ্ছি না। সেখানে অনুশীলন করতে পারলে এশিয়ান গেমসে পারফরম্যান্স ভালো হতো।’
১০ মিটার এয়ার রাইফেলে দেশের হয়ে অনেক পদক জিতেছেন বাকি। কোমরের ব্যথার কারণে প্রিয় ইভেন্ট ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আসন্ন এশিয়াডে খেলবেন ৫০ মিটারে। গুলশানের শুটিং রেঞ্জে ইরানি কোচ জায়ের রেজাইয়ের অধীনে অনুশীলন করছেন বাকি।