Can't found in the image content. উইন্ডিজের বিপক্ষে ভারতের টানা ১৩তম সিরিজ জয় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

উইন্ডিজের বিপক্ষে ভারতের টানা ১৩তম সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২, ২০২৩

উইন্ডিজের বিপক্ষে ভারতের টানা ১৩তম সিরিজ জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১৩তম ওয়ানডে সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। 

মঙ্গলবার রাতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শুভমান গিল (৯২), ইশান কিশান (৭৭) ও হার্দিক পান্ডিয়া (৭০*), সাঞ্জু স্যামসনের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ৩৫১ রানের পাহাড় গড়ে ভারত। 

টার্গেট তাড়া করতে নেমে শার্দুল ঠাকুর এবং মুকেশ কুমারের গতির মুখে পড়ে ৮৮ রানে ৮ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ৩৫.৩ ওভারে ১৫১ রানে। 

দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন গুদাকেশ মতি। ৩২ ও ২৬ রান করে করেন অলিক আথানাজে ও আলজারি জোসেফ।

ভারতের ২০০ রানের বিশাল জয়ে ৩৭ রানে ৪ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৩০ রানে ৩ উইকেট নেন মুকেশ কুমার। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ভারত। 
২০০৬ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখল ভারত।

বৃহস্পতিবার থেকে ত্রিনিদাদের এই ভেন্যুতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।