ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১৩তম ওয়ানডে সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল।
মঙ্গলবার রাতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শুভমান গিল (৯২), ইশান কিশান (৭৭) ও হার্দিক পান্ডিয়া (৭০*), সাঞ্জু স্যামসনের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ৩৫১ রানের পাহাড় গড়ে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে শার্দুল ঠাকুর এবং মুকেশ কুমারের গতির মুখে পড়ে ৮৮ রানে ৮ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ৩৫.৩ ওভারে ১৫১ রানে।
দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন গুদাকেশ মতি। ৩২ ও ২৬ রান করে করেন অলিক আথানাজে ও আলজারি জোসেফ।
ভারতের ২০০ রানের বিশাল জয়ে ৩৭ রানে ৪ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৩০ রানে ৩ উইকেট নেন মুকেশ কুমার। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ভারত।
২০০৬ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখল ভারত।
বৃহস্পতিবার থেকে ত্রিনিদাদের এই ভেন্যুতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।