ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

অঘোষিত ‘ফাইনালে’ মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২, ২০২৩

অঘোষিত ‘ফাইনালে’ মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয় পায় ভারত। ডমিনিকায় ইনিংস ও ১৪১ রানে জয় পাওয়া ভারত, ত্রিনিদাদে সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়ের পথেই ছিল। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ড্র হয়।

টেস্ট সিরিজ জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জয় দিয়ে শুরু করে সফরকারীরা। প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের ১১৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৫ উইকেটের জয় পায় ভারত।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৮১ রানে গুঁড়িয়ে দিয়ে ৬ উইকেটের জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পায় ভারত-উইন্ডিজ। যে কারণে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। আজকের ম্যাচে যারা জিতবে সিরিজ জয়ের স্বাদ পাবে।

ত্রিনিদাদে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।