আগামী ৭ আগস্ট বাংলাদেশে আনা হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বিশ্ব ভ্রমণে ট্রফিট বর্তমানে পাকিস্তনে রয়েছে। সেখান থেকে শ্রীলংকা হয়ে বাংলাদেশ আসবে সোনালী রঙের ট্রফিটি। থাকবে তিন দিন।
আইসিসির গাইডলাইন অনুযায়ী, বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন করা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার পদ্মা সেতুতে করবে সেই ফটোসেশন।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। ৭ আগস্ট ঢাকায় ট্রফি আসার দিনেই এই ফটোসেশন হবে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, পদ্মা সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবি তোলা হবে। সেই ছবি আইসিসি ব্যবহার করবে। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এবং সাধারণ দর্শকের জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে ট্রফি। আগেরবার সংসদ ভবনে হয়েছিলো ট্রফির ফটোসেশন। বাংলাদেশ থেকে কুয়েতে যাবে বিশ্বকাপের ট্রফি। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় ট্রফির ভ্রমণ করে করে তা ফিরে যাবে ভারতে।