জিম্বাবুয়ের টি-১০ লিগে চমক দেখান বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম।
তাসকিন আহমেদ বুলাওয়ে ব্রেভসের হয়ে ৭ ম্যাচ খেলে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১১টি উইকেট শিকার করেন। তার সেরা বোলিং ১১ রানে ৩ উইকেট।
তাসকিনের এমন পারফরম্যান্স ভবিষ্যতে অন্যান্য ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের কর্তাদের আকৃষ্ট করতে পারে।
জিম্বাবুয়ে টি-১০ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি জোহানেসবার্গ বাফেলোজের হয়ে ৬টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন ১২৬ রান। উইকেটের পেছনে ক্যাচ ধরেন ৪টি এবং স্টাম্প আউট করেন ১টি।
আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ কেপ টাউন স্যাম্প আর্মির হয়ে ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে টুর্নামেন্টের সব থেকে বেশি ২৮২ রান সংগ্রহ করেন।
আফগান আরেক তারকা করিম জানাত কেপ টাউন স্যাম্প আর্মির হয়ে ৯ ম্যাচের ৮টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৫টি উইকেট।