ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ফের চেনারূপে সাকিব, তবু হারল টাইগার্স

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩

ফের চেনারূপে সাকিব, তবু হারল টাইগার্স
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে এক ম্যাচে ব্যর্থ হওয়ার পর ফের চেনারূপে হাজির হলেন সাকিব আল হাসান। যদিও খুব দুর্দান্ত কিছু করেননি তিনি। তবে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই মোটামুটি নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

বুধবার বাংলাদেশ সময় রাতে ব্রামটন উলফসের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে চার ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। পরে ব্যাট হাতে করেন ২১ বলে ২৮।

তবে সাবিকের দল মন্ট্রিয়ল টাইগার্স ম্যাচটা ১৫ রানে হেরেছে। চার ম্যাচে সাকিবদের এটি প্রথম হার।

আগের ম্যাচে সাকিব ৪ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এর আগে আউট হয়েছিলেন ১২ রান করে। তবে প্রথম দুই ম্যাচে উজ্জ্বল ছিলেন অলরাউন্ড পারফরম্যান্সে।

সারে জাগুয়ার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নেন। পরে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান করেন।

দ্বিতীয় ম্যাচে মিসিসাউগা প্যানথার্সের বিপক্ষে বোলিংয়ে ২৮ রানে ১ উইকেট নেন। পরে ব্যাট হাতে ২৪ বলে করেন ৩৬ রান।