Can't found in the image content. নতুন দলে গিয়েই লিওনেল মেসির কাঁধে বড় দায়িত্ব | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ |

EN

নতুন দলে গিয়েই লিওনেল মেসির কাঁধে বড় দায়িত্ব

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, জুলাই ২৬, ২০২৩

নতুন দলে গিয়েই লিওনেল মেসির কাঁধে বড় দায়িত্ব
নতুন দলে নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার আগেই লিওনেল মেসির কাঁধে চাপলো অনেক বড় দায়িত্ব। ইন্টার মায়ামিতে অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। তার নেতৃত্ব পাওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেন কোচ টাটা মার্টিনো। 

ইউরোপের ক্লাব ফুটবলে দুই দশকের পাঠ চুকিয়ে কিছুদিন আগে আড়াই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেন মেসি। গত রবিবার দলটির হয়ে অভিষেকও হয়ে গেছে ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলারের। 

নতুন পথচলার শুরুর দিনেও বিশ্বকাপজয়ী মহাতারকা ছিলেন আপন রূপে উজ্জ্বল। লিগস কাপের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ মুহূর্তে দর্শনীয় ফ্রি-কিকে দলকে জেতান। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ওই ম্যাচে সেদিন নেতৃত্বের আর্মব্যান্ড পরেছিলেন সময়ের সেরা ফুটবলার। 

মায়ামির সাবেক অধিনায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগর পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ায় মেসিই এখন অধিনায়কের দায়িত্ব পালন করবেন, বলে দিয়েছেন, দলের আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো। 
মেসির হাত ধরে ১১ ম্যাচের খরা কাটিয়ে জয়ের দেখা পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি।