Can't found in the image content. বিশ্বকাপে মাহমুদউল্লাহ থাকবেন কিনা জানা যাবে কাল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিশ্বকাপে মাহমুদউল্লাহ থাকবেন কিনা জানা যাবে কাল

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, জুলাই ২৬, ২০২৩

বিশ্বকাপে মাহমুদউল্লাহ থাকবেন কিনা জানা যাবে কাল

মাহমুদউল্লাহ রিয়াদ

এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেই ক্যাম্পের জন্য বুধবার দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

ঘোষিত সেই দলে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। চলতি বছরের মার্চে ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামে রাখা হয়েছে তাকে। আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজের দলে ছিলেন না এই অলরাউন্ডার।

বেশ কিছু দিন ধরে মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন করছেন মাহমুদউল্লাহ। যার ফলে কন্ডিশনিং ক্যাম্পে তার থাকা না-থাকা নিয়েও হচ্ছে বেশ আলোচনা। গুঞ্জন রয়েছে, মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তিতে আছেন। কেন্দ্রীয় চুক্তির সব খেলোয়াড়ই নাকি কন্ডিশনিং ক্যাম্পে থাকবে! কারণ এই ক্যাম্পটা হচ্ছে ফিটনেস ক্যাম্প।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করব, সেখানে আসলে আপনারা সব দেখতে পাবেন।