Can't found in the image content. ভারতের সঙ্গে নাটকীয় ড্র বাংলাদশের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

ভারতের সঙ্গে নাটকীয় ড্র বাংলাদশের

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২২, ২০২৩

ভারতের সঙ্গে নাটকীয় ড্র বাংলাদশের
শেষ ওভারে জয়ের জন্য ভারত নারী দলের প্রয়োজন ছিল ৩ রান। হাতে ছিল এক উইকেট। এমন সমীকরণের সামনে মারুফা আক্তারের ওপরই ভরসা রাখেন নিগার সুলতানা জ্যোতি। এই পেসারের করা ওভারের প্রথম দুই বলে একবার করে প্রান্ত বদল করেন দুই ভারতীয় ব্যাটার। তবে তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মেঘনা সিং। ফলে ম্যাচটি টাই হয়ে যায়।

২২ জুলাই, শনিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ফারজানার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ও ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রান তুলতে পারে।

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল, ভারত দ্বিতীয় ওয়ানডে জিতে সমতা ফেরায়। তবে শেষ ওভারের নাটকীয়তায় ভারত ২২৩ রানে অলআউট হয়ে গেলে টাই হয়ে যায় ম্যাচ। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আর সুপার ওভারে গড়ায় নি খেলা। ফলে টাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।