ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়?

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়?
বুধবার সন্ধ্যায় এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৩০ আগস্ট মুলতানে স্বাগতিক পাকিস্তান-নেপালের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা উঠবে।

৩১ আগস্ট শ্রীলংকার ক্যান্ডিতে লংকানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। 

২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার ক্যান্ডিতে।

৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাহোরে। 

বাংলাদেশ যদি সুপার ফোরে ওঠে তাহলে ৬ সেপ্টেম্বর লাহোরে আরেকটি ম্যাচ খেলবে। 

আগের সিদ্ধান্ত অনুযায়ী ভারত তাদের প্রতিটি ম্যাচই খেলবে শ্রীলংকায়।

এবারের এশিয়া কাপ চারটি ভেন্যু মুলতান, লাহোর, ক্যান্ডি ও কলম্বোয় অনুষ্ঠিত হবে।

পাকিস্তানে সুপার ফোরের একটি ও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়। 

১৭ সেপ্টেম্বর কলম্বোয় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। 

তারিখ গ্রুপ পর্ব ভেন্যু
৩০ আগস্ট পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর
 
সুপার-ফোর
৬ সেপ্টেম্বর এ১-বি২ লাহোর
৯ সেপ্টেম্বর বি১-বি২ কলম্বো
১০ সেপ্টেম্বর এ১-এ২ কলম্বো
১২ সেপ্টেম্বর এ২-বি১ কলম্বো
১৪ সেপ্টেম্বর এ১-বি১ কলম্বো
১৫ সেপ্টেম্বর এ২-বি২ কলম্বো
 
ফাইনাল
১৭ সেপ্টেম্বর সুপার ফোর ১-২ কলম্বো