ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বাঁচা-মরার ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ১৫, ২০২৩

বাঁচা-মরার ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ 'এ' দল। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই সাইফ হাসানের দলের। বাঁচা-মরার লড়াইয়ে শনিবার (১৫ জুলাই) ওমানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ওমান 'এ' দলের বিপক্ষে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ 'এ' দলের একাদশে এদিন একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার মুশফিক হাসানের পরিবর্তে স্কোয়াডে এসেছেন তানজিম হাসান সাকিব। 
 
জাতীয় দলের বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে সাজানো হয়েছে এবারের ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল। স্কোয়াডে আছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলা সৌম্য সরকার এবং শেখ মেহেদী। সাইফ হাসানেরও অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার।
 
তবে শক্তিশালী স্কোয়াড বানিয়েও প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ৩৪৯ রান তাড়া করতে গিয়ে ৩০১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল। সে ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও বেশ অবদান রেখেছেন সৌম্য।