পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার ইমাম-উল-হকের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক বাবর আজম। বলেছেন, ইমাম একজন চৌকস খেলোয়াড়। তাকে পেয়ে টিম শক্তিশালী হয়েছে।
সম্প্রতি কলম্বো স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন বাহাতি এই ব্যাটার। এলপিএলে এই দলের নেতৃত্বে রয়েছেন বাবর আজম। ইমামের অন্তর্ভূক্তিকে স্বাগত জানিয়ে বাবর বলেছেন, দলের নবীন সদস্যরা তার কাছ থেকে ব্যাটিং টেকনিক শিখতে পারবে।
কলম্বো স্ট্রাইকার্সে ইমাম আরও কয়েকজন সতীর্থকে পেয়েছেন। তারা হলেন-নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ। আয়ারল্যান্ডের উইকেট কিপার ব্যাটার লরকান ট্রাকারের স্থলাভিষিক্ত হিসেবে ইমাম খেলবেন কলম্বোতে।
এই টূর্নামেন্ট শুরু হচ্ছে ৩০ জুলাই থেকে। চলব ২২ আগস্ট পর্যন্ত।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।