Can't found in the image content. ‘বাংলাদেশ থেকে আমরা একধাপ এগিয়ে’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

‘বাংলাদেশ থেকে আমরা একধাপ এগিয়ে’

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩

‘বাংলাদেশ থেকে আমরা একধাপ এগিয়ে’
আফগানিস্তানের পেস বোলিং কোচ হামিদ হাসান বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দল থেকে আমরা একধাপ এগিয়ে রয়েছি। 

সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ দলকে তাদের ঘরের মাঠে হারানো আমাদের জন্য সহজ ছিল না। এজন্য আমরা অনেক অনুশীলন করেছি। প্রতিদিন ৫-৬ ঘণ্টা করে অনুশীলন করেছি। 

তিনি আরও বলেন, সিরিজের শুরু থেকেই আমরা বাংলাদেশ থেকে একধাপ এগিয়ে ছিলাম, এজন্যই জয় পাওয়া সম্ভব হয়েছে। আপনার যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে যে কাউকে হারাতে পারেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৭ রানে জয় পায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ৩৩১ রান করে ১৪২ রানের বড় ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে আফগানরা। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগাদের হোইওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফগানরা।