Can't found in the image content. নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলংকা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ১০, ২০২৩

নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলংকা
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দেয় স্কটল্যান্ড। শুধু ওয়েস্ট ইন্ডিজই নয়! বাছাই পর্বে স্বাগতিক জিম্বাবুয়েকেও কাঁদায় স্কটিশরা।

সেই স্কটল্যান্ডকে হারিয়ে অবিশ্বাস্যভাবে ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ডস। রোববার ডাচদের ১২৮ রানে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা। 

শ্রীলংকা ও নেদারল্যান্ডস আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে গুরুত্বহীন ম্যাচে ৪৭.৫ ওভারে ২৩৩ রানে অলআউট হয় শ্রীলংকা। 

টার্গেট তাড়া করতে নেমে মহেশ থিকসানা ও দিলশান মাদুশঙ্কার তোপের মুখে পড়ে ২৩.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। শ্রীলংকার হয়ে থিকসানা ৪ আর মাদুশঙ্কা ৩টি করে উইকেট শিকার করেন।