অনেকদিন ধরেই গুঞ্জনটা শোনা যাচ্ছিলো। শেষ পর্যন্ত তা সত্য হল। সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকের কোচ হলেন ইংলিশ কিংবদন্তী ফুটবলার স্টিভেন জেরার্ড। সোমবার (৩ জুলাই) জেরার্ডকে কোচ করার খবর জানায় আল ইত্তিফাক।
গত বছরের অক্টোবরে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার কোচ থেকে ছাঁটাই হয়েছিলেন জেরার্ড। এরপর থেকেই বেকার সময় পার করছিলেন ইংলিশ এই কোচ। এবার তাকে সৌদি আরবে উড়িয়ে নেয়া হচ্ছে ইত্তিফাকের কোচ হিসেবে। যদিও ক্লাবটির সঙ্গে তার কতদিনের চুক্তি হয়েছে তা জানায়নি ইত্তিফাক।
অ্যাস্টন ভিলায় যোগ দেয়ার আগে স্টিভি জি (জেরার্ডের ডাকনাম) স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব পালন করেছেন। ২০২০–২১ মৌসুমে ক্লাবটিকে স্কটিশ লিগের শিরোপাও এনে দেন সাবেক এই মিডফিল্ডার।
তার এমন সাফল্য দেখেই অ্যাস্টন ভিলা তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলো। তবে ইংল্যান্ডে তার অধ্যায়টা ভালো কাটেনি। ভিলার হয়ে ৪০ ম্যাচে কোচের দায়িত্ব পালন করা জেরার্ড জিতেছিলেন মাত্র ১৩টি ম্যাচে আর হেরেছিলেন ১৯ ম্যাচে। তবে এবার নতুন শুরুর অপেক্ষায় এই সাবেক এই ইংলিশ ফুটবলারের।
২০১৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছিলেন জেরার্ড। কোচ হিসেবে তার যাত্রা শুরু হয় ২০১৮ সালে, স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নিয়ে। জেরার্ডের নতুন ক্লাব আল ইত্তিফাক গত মৌসুমে সপ্তম হয়ে লিগ শেষ করেছিলো।