বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে দশ লাখ টাকা উপহার পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটে সাত হাজার এবং টেস্টে পাঁচ হাজার (৫,৫৫৩) রানসহ আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান করায় এই অর্থ পুরস্কার পেয়েছেন মুশফিক।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। ১৮ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার তিনি। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন ৮৬ টেস্ট, ২৪৮ ওয়ানডে এবং ১০২ টি ২০ ম্যাচ।