Can't found in the image content. ‘নাসিম শাহ আমার দেখা সেরা পেসার’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

‘নাসিম শাহ আমার দেখা সেরা পেসার’

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুন ২০, ২০২৩

‘নাসিম শাহ আমার দেখা সেরা পেসার’
অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইট পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর ভূয়সী প্রশংসা করেছেন। 

পাকিস্তানের পেস বোলিং কোচ শন টেইট বলেন, নাসিম শাহ অসাধারণ একজন পেসার। আমি তার সাথে কাজ করতে পছন্দ করি। এখন তার বয়স মাত্র ২০ বছর, সে এই বয়সে আমার দেখা সেরা পেসার। 

নাসিম শাহর বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইট বলেন, নাসিম শাহর দক্ষতা, মস্তিষ্ক এবং তার বোলিং নিখুঁত। তার বোলিংয়ে সব কিছুই আছে।

শন টেইট বলেন, নাসিম শাহ ইচ্ছা করলেই বলকে উভয় পাশ থেকে সুইং করাতে পারে। পুরোনো বলেও সুইং করাতে পারদর্শী। তার বোলিং গতিও দারুণ এবং ভালো ইয়র্কার দিতে সক্ষম। আমি মনে করি সে একজন অসাধারণ খেলোয়াড়। আর কয়েক বছরের মধ্যেই সে পরিপক্ব হয়ে উঠবে।