Can't found in the image content. ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস জোকোভিচের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ |

EN

২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস জোকোভিচের

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, জুন ১২, ২০২৩

২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস জোকোভিচের
ক্লে কোর্টের সম্রাট বলা হয় রাফায়েল নাদালকে। আর সেই লাল-সুড়কির কোর্টেই রাফার সিংহাসন কেড়ে নিলেন নোভাক জোকাভিচ।

২০২৩ ফরাসি ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে সরাসরি সেটে হারিয়ে ট্রফি জিতলেন নোভাক জোকোভিচ। খেলার ফল ৭-৬, ৬-৩, ৭-৫।

এই জয়ের ফলে নিজের ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার। টপকে গেলেন রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডকে।

এবার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন নাদাল। যদিও সেই নাদালের প্রিয় কোর্টেই যেন স্প্যানিশ আর্মাডার সিংহাসন দখল করেনিলেন সার্বিয়ান সিংহ।

শুধু ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতাই নয়, জোকোভিচ আরও কিছু নজির গড়লেন। সবচেয়ে বেশি ৩৬ বছর ২০ দিন বয়সে রোলাঁ গারো ট্রফি জিতলেন জোকোভিচ।

এছাড়া নোভাক জোকোভিচ বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হলেন, যিনি টেনিসের প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত তিনবার করে জিতেছেন।

৩৬ বছর বয়সেও যেই গতিতে এগোচ্ছেন জোকোভিচ, তাতে তার ক্যাবিনেট গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা কোথায় গিয়ে থামে; সেটাই এখন দেখার।