গত ২১ মের ঘটনা। স্প্যানিশ লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনায় ফুটবল বিশ্বে তোলপাড় কম হয়নি। বিশ্বের সাবেক-বর্তমান অনেক তারকা ফুটবলার এই বিষয়ে ব্যাপক সমালোচনা করেছেন।
ওই ঘটনায় ভিনিসিয়াসের কাছে ক্ষমা চেয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। সেই সাথে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ার মারিও কেম্পেস স্ট্যান্ড পাঁচ ম্যাচ বন্ধ রাখার পাশাপাশি ৪৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই যুব বিশ্বকাপের মঞ্চে আরেক ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছে। এবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার রবার্ত রেনান।
আর্জেন্টিনার মাটিতে চলমান ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এই ডিফেন্ডারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
গত বুধবার আর্জেন্টিনার কিউদাদ দে লা প্লাতা স্টেডিয়ামে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। সেই ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেনান।
মাঠ থেকে বাইরে চলে যাওয়ার সময় রেনানকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন গ্যালারিতে থাকা দর্শকদের একাংশ। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও রেনানকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করা হয়।
ম্যাচ শেষে রেনান সেগুলোর স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সিবিএফ এক বিবৃতিতে বলেছে, ‘বর্ণবাদীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলগুলো স্থানীয় আদালতে আর ফিফাকে পাঠিয়েছে সিবিএফ। একই সঙ্গে শাস্তির জন্য অনুরোধও করা হয়েছে।’
এদিকে ভিনিসিয়াসের সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদে আফ্রিকার দুই দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। ম্যাচ দুটি হবে যথাক্রমে আগামী ১৭ ও ২১ জুন।