ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

ওমানে প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ জুনিয়র হকি দল

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, মে ২৩, ২০২৩

ওমানে প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ জুনিয়র হকি দল
ওমানে আজ শুরু হচ্ছে জুনিয়র মেন'স হকি টুর্নামেন্ট। প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। 

১০ জাতির এই আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমানের মোকাবিলা করবে। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। 

২০১৫ সালে মালয়েশিয়ায় সবশেষ জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ তিন ম্যাচে দু'টি জয় পেয়েছিল। এ বছরের জানুয়ারিতে জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ  ওমানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। 

ওই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ প্রতিপক্ষের জালে তিন ম্যাচে ২৪ গোল দেয়। সেই ধারাবাহিকতায় এবার আসরের ফাইনালে খেলার স্বপ্ন লাল-সবুজ দলের। এই টুর্নামেন্টের সেরা দুই দল সরাসরি সুযোগ পাবে জুনিয়র মেন'স হকি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে।