আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ঢাকায় আসছেন জুলাই মাসের শুরুতে। তার মূল সফর কলকাতায় হলেও নিজেই ঢাকা আসার আগ্রহ জানিয়েছেন। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, সফর চূড়ান্ত, স্পন্সর ও সূচি চূড়ান্তের অপেক্ষা। এদেশে আর্জেন্টিনার অগণিত সমর্থক, তাই মার্তিনেজের এমন সিদ্ধান্ত।
এমিলিয়ানো মার্তিনেজ, ফুটবল জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। আর্জেন্টিনার আরাধ্য বিশ্বকাপ জয়ের নায়ক যারা, ৩৬ বছর অপেক্ষার অবসান যাদের হাত ধরে, তাদের মধ্যে অন্যতম এমি। বিশ্বকাপ শুরুর আগে মেসি, ডি মারিয়ার মতো বড় নাম ছিলেন না। তবে বিশ্বকাপ জয়ের মুহূর্ত গড়ে, কিপিং গ্লাভসে সোনালি ট্রফি মুঠোবন্দী করে, তিনি এখন কালজয়ীর কাতারে।
নাটকীয়ভাবে মার্তিনেজ ঢাকায় আসছেন। ৩ জুলাই তার সফর প্রায় চূড়ান্ত। বাংলাদেশে আসার জন্য তার সাথে কেউ যোগাযোগ করেনি। কেউ প্রস্তাবও দেয়নি।
ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সাথে। সেই প্রস্তাবে রাজি হয়েছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক। একই সঙ্গে জানান, বাংলাদেশেও আসতে চান তিনি। কারণ এদেশে তার ও আর্জেন্টিনা দলের অগণিত সমর্থক।
এরই মধ্যে শতদ্রু দ্ত্ত মার্তিনেজের ঢাকা সফরকে কেন্দ্র করে, বাংলাদেশের বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শুরু করেছেন।
আপাতত যা ঠিক হয়ে আছে, তা হলো ৩ জুলাই সকালে ঢাকায় আসবেন এমিলিয়ানো মার্তিনেজ। সেদিন ঢাকায় থেকে পরদিন যাবেন কলকাতায়। ৪ ও ৫ জুলাই সেই শহরে থাকবেন মার্তিনেজ। দেখা করবেন মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলীর সঙ্গে। এরই মধ্যে মমতার জন্য উপহার স্বরূপ নিজের সিগনেচারে একজোড়া গ্লাভস পাঠিয়েছেন মার্তিনেজ।