Can't found in the image content. প্রথম দিনে দাপট দেখালো ওয়েস্ট ইন্ডিজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

প্রথম দিনে দাপট দেখালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, মে ১৭, ২০২৩

প্রথম দিনে দাপট দেখালো ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত

শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার চারদিনের তিন ম্যাচ আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথমটি। প্রথমে দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দিন শেষে ২ উইকেটে ২২০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৬৮ ওভারে ২ উইকেটে ২২০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন আফিফ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোড়া হাফ-সেঞ্চুরি করেছেন দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও কির্ক ম্যাকেঞ্জি। দলীয় ১৩০ রানে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন অফ স্পিনার সাইফ হাসান।

সাইফ হাসানের বলে আউট হওয়ার আগে ১২৪ বলে ৮৬ রান করেন ম্যাকেঞ্জি। তিন নম্বরে নামা রেমন রেইফারকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন  পেসার মুশফিক হাসান। তৃতীয় উইকেটে আ্যালিক আথানেজেকে নিয়ে দিনের খেলা শেষ করেন চন্দরপল। আ্যালিক ৩৫ ও চন্দরপল ৭০ রানে অপরাজিত আছেন।