ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

বিশ্বকাপে খেলোয়াড় ছাড়লে ক্ষতিপূরণ পাবে ক্লাব

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, মার্চ ২৯, ২০২৩

বিশ্বকাপে খেলোয়াড় ছাড়লে ক্ষতিপূরণ পাবে ক্লাব
ফুটবল বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে খেলা বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়কে ছাড়তে ক্লাবগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। 

২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের ছেড়ে দিয়ে ক্ষতিপূরণ হিসেবে ক্লাবগুলো প্রায় ৭০ শতাংশ টাকা পাবে। সোমবার ফিফার পক্ষ থেকে এই ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। মোট ৩৫৫ মিলিয়ন ডলার অর্থ ক্ষতিপূরণ দেওয়া হবে। 

এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ কাতার বিশ্বকাপে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছিল ২০৯ মিলিয়ন ডলার। এবার ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। 

সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইসিএ জেনারেল অ্যাসেম্বলিতে এটি স্বাক্ষরিত হয়েছে। সেখানেই এই ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে সম্মত হয়েছে দুই পক্ষ।