শিরোপা দৌড় থেকে আগেই প্রায় ছিটকে পড়েছিলো, এবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে শিরোপা যেন হারিয়েই বসলো রিয়াল মাদ্রিদ। ক্যাম্প ন্যুতে গিয়ে প্রথমে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পড়েছে লস ব্লাঙ্কোসরা। এল ক্ল্যাসিকোতে রিয়ালকে হারিয়ে লা লিগার শিরোপা যেন নিজেদের দখলে নিয়ে নিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা।
রোববার (২০ মার্চ) বার্সার মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিলো কার্লো আনচেলোত্তির শিষ্যরা। ম্যাচের মাত্র ৯ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের শট বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউজোর গায়ে লেগে জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় ক্যাম্প ন্যু।
প্রথমার্ধের শেষ মুহুর্তে এসে স্বাগতিকদের সমতায় ফেরান সার্জি রবার্তো। ম্যাচের ৪৫ মিনিটে রবার্তোর নেওয়া সরাসরি শট রিয়তালের জালে জড়ালে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সমইয় গোলের জন্য চেষ্টা করেও জালের দেখা পাচ্ছিলো না কোন দলই। অবশেষে ম্যাচের ইনজুরি টাইমে এসে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ফ্রাঙ্ক কেসি। ৭৭ মিনিটে প্রথম গোলদাতা রবার্তোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন কেসি। নেমে যোগ করা সময়ে জয়সূচক গোলটিও করলেন তিনি।তার গোলেই রিয়ালকে হারিয়ে তাদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে লা লিগার শিরোপা প্রায় নিজেদের মুঠোয় ভরে নিলো কাতালানরা।
এই নিয়ে চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা এই নিয়ে টানা তিন এল ক্ল্যাসিকো হারলো রিয়াল মাদ্রিদ। আজকের ম্যাচ শেষে ২৬ ম্যাচে ২২ জয় ও ২ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ১৭ জয়ে বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৫৬।