ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। মিরপুরে আজ বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ টাইগারদের। অন্যদিকে আশা বাঁচিয়ে রাখতে জয় চাই ইংলিশদেরও। রোববার খেলা শুরু হবে দুপুর ৩টায়।
২য় টি-টোয়েন্টি আগের দিন টিম হোটেলে মুখ খুলেন সাকিব আল হাসান যেখানে ডিপিএলে তার ক্লাব মোহামেডানের হয়ে ভাবনা জানালেও জানা গেল না জাতীয় দলের পরিকল্পনা।
এর আগে অনুশীলনে শের-ই-বাংলার সাইড উইকেটে সাকিব- হৃদয়-রনি তালুকদারের পাওয়ার হিটিং অনুশীলন, অভিজ্ঞতায় অধিনায়কই এগিয়ে। কিন্তু হৃদয়-রনিরা জানালেন টি-টোয়েন্টির মানসিকতা তারা রপ্ত করে ফেলেছেন।
মিরপুরে দুই ওয়ানডে হেরে চট্টগ্রাম গিয়ে দুই ম্যাচ শতভাগ সফল টাইগাররা। আবার মিরপুরে ফিরতেই টেনশন উইকেট নিয়ে। ২২ গজের রহস্যভেদে কোচ-অধিনায়কের দীর্ঘ পর্যবেক্ষন।
প্রথম টি-টোয়েন্টি জয়ে সুবিধাজনক অবস্থানে টাইগাররা। সিরিজ জেতার দুটো সুযোগ পাচ্ছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে বোলাররা ছিলেন একশ-তে একশ। সেই ধারাই ধরে রাখতে চান পেসার হাসান মাহমুদ।
পেসার হাসান মাহমুদ বলেন, মোমেন্টামটা অবশ্য আমাদের দিকে, তাই আমাদের চেষ্টা থাকবে এটা কন্টিনিউ করার। অধিনায়ক আমাদের ট্রেইনআপ করছে, আমরা সবাই ইয়ং সবকিছু মিলে ভালো চলছে।
হাসান মাহমুদ বলেন, এই মুহূর্তে আমাদের যে দল রয়েছে আমি মনে করি সেটা সেরা। সবাই মাঠে খুবই এনার্জেটিক, সবাই মাঠে শেষ পর্যন্ত অ্যাফোর্ট দেয়।
সবাই যার যার দায়িত্ব বুঝে নিয়েছেন। ডেথ ওভার বোলিং সামলাতে আছেন হাসান মাহমুদ। তরুণ পেসারের টার্গেট ডট বল।
কন্ডিশন বিচারের উইনিং কম্বিনেশন ভাঙতে পারে বাংলাদেশ। মিরপুরের স্পিনিং উইকেট কাজে লাগাতে শামীম পাটোয়ারির জায়গায় একাদশে আসতে পারেন মেহেদি মিরাজ।
ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া ইংল্যান্ড বলে দিচ্ছে তাদের অনুশীলনের চিত্র। ঐচ্ছিক অনুশীলনের কথা বললেও মাঠে হাজির ইংলিশদের প্রায় সবাই।
এদিকে মিরপুরে বাটলারদের হারিয়ে মহাকাব্য রচনার সুবর্ণ সুযোগ সাকিব -শান্তদের সামনে।