Can't found in the image content. নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান হাসান মাহমুদ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, মার্চ ১১, ২০২৩

নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান হাসান মাহমুদ
সাম্প্রতিক সময়ে বল হাতে নিজেকে চেনাচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদ। যদিও গেল বছর ইনজুরির কারণে বেশিরভাগ সময় থাকতে হয়েছিল মাঠের বাইরে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারো জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে তার। সবশেষ বিপিএলেও ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার।

চলতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বল হাতে প্রতিপক্ষকে বেশ অস্বস্তিতে রেখেছেন। ডেথ ওভারে বল করে ১২ বলে দিয়েছেন মোটে ৫ রান। শিকার করেছেন ২ উইকেট। তার মধ্যে ছিল ইংলিশ অধিনায়ক জস বাটলারের উইকেটও। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শনিবার (১০ মার্চ) মিরপুর শেরে-ই বাংলার মাঠে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাসান। সেখানে তরুণ এই পেসারের কাছে জানতে চাওয়া হয় ক্যারিয়ার শেষে কত উইকেট দেখতে চান নিজের নামের পাশে। জবাবে হাসানের অকপট জবাব, 'অবশ্যই ৫০০ উইকেট।'

এদিকে প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হাসান। বলেন, টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতবে।

বিপিএল নিজের পারফর্ম নিয়ে তরুণ এই পেসার বলেন, 'বিপিএলে আলহামদুলিল্লাহ ভালো গেছে আমার। চেষ্টা ছিল দলের জন্য কন্ট্রিবিউট করার। হয়তো ১ টা ম্যাচে করতে পারিনি। তবে বেশিরভাগ ম্যাচেই চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। এটা এখন অবশ্যই সাহায্য করছে।'