ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

রুশোর রেকর্ড সেঞ্চুরিতে ২৪২ করেও জিততে পারেনি বাবররা

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, মার্চ ১১, ২০২৩

রুশোর রেকর্ড সেঞ্চুরিতে ২৪২ করেও জিততে পারেনি বাবররা
টানা দুই ম্যাচে আগে ব্যাট করে ২৪০ বা তার বেশি রান করেও টি-টোয়েন্টি ম্যাচ হারতে হল পেশোয়ার জালমিকে। আগের ম্যাচে লাহোর কালান্দার্সের জেসন রয়ের ঝড়ো সেঞ্চুরি লণ্ডভণ্ড করেছে হিসাব নিকাশ। আর গতকাল (১০ মার্চ) মুলতান সুলতান্সের রাইলি রুশোতো ছাপিয়ে গেছেন তাকেও। 

পিএসএলের ২৭তম ম্যাচে রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করে পেশোয়ার জালমি করেছে ৬ উইকেটে ২৪২ রান। অধিনায়ক বাবর আজমের ৭৩ রানের সাথে ৫৮ রান এসেছে সাইম আইয়ুবের ব্যাটে। 

জবাবে রাইলি রুশোর রেকর্ড গড়া সেঞ্চুরিতে (১২১) ৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় পায় মুলতান সুলতান্স। ৫২ রান এসেছে কাইরন পোলার্ডের ব্যাটে। যা পিএসএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। 

পেশোয়ার জালমির হয়ে উদ্বোধনী জুটিতেই ১৩৪ রান যোগ করে সাইম-বাবর। ৩৩ বলে ৫৮ রান করা সাইম আউট হলে ভাঙে জুটি। 

৩৯ বলে ৯ চার ২ ছক্কায় ৭৩ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক বাবর। মোহাম্মদ হারিস খেলেছেন ১১ বলে ৩৫ রানের ক্যামিও। কোহলে কেডমোর ১৮ বলে করেছেন ৩৮ রান। 

পেশোয়ারের ২৪২ রান সংগ্রহের দিনে ৪ ওভার মাত্র ৩৯ রান খরচায় ৪ উইকেট নেন আব্বাস আফ্রিদি। 

লক্ষ্য তাড়ায় নেমে ২৮ রানেই দুই ওপেনার শান মাসুদ (৫) ও মোহাম্মদ রিজওয়ানকে (৭) হারায় মুলতান সুলতান্স। তবে রুশো-পোলার্ড মিলে ম্যাচের গতিপথ বদলে দেন এরপরই। 

দুজনে জুটিতে যোগ করেন ৯৯ রান। ২৫ বলে ৩ চার ৫ ছক্কায় ৫২ রান করে পোলার্ড ফিরলেও সেঞ্চুরি তুলে থামেন রুশো। 

১৭ বলে ফিফটির দেখা পেলেও সেঞ্চুরিতে পৌঁছাতে খানিক সময় নেন রুশো। তবে তাতেও হয়ে গেছে  পিএসএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। 

৪১ বলে সেঞ্চুরি তুলে ভেঙেছেন পিএসএলে নিজের গড়া রেকর্ডই। আগের দ্রুততম ৪৩ বলের সেঞ্চুরিটিও ছিল এই বাঁহাতি ব্যাটারের। 

শেষ পর্যন্ত ৫ বল আগে দল জেতানোর পথে ৫১ বলে ১২১ রানের ইনিংসটি সাজিয়েছেন  ১২ চার ৮ ছক্কায়। ১৯তম ওভারে আউট হয়েছেন আজমতউল্লাহর বলে। 

মাঝে খুশদিল শাহ ১৪ বলে ১৮ করলেও আনোয়ার আলি ৮ বলে ২৪ ও উসামা মির ৩ বলে ১১ রানে অপরাজিত থেকে বাকি কাজ সহজ করেন।