ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

আরও পিছিয়ে পড়ল রিয়াল

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, মার্চ ৬, ২০২৩

আরও পিছিয়ে পড়ল রিয়াল
রিয়াল মাদ্রিদ কঠিন একটা সপ্তাহ শেষ করল। ঘরের মাঠে কোপা দেল রেতে বার্সেলোনার কাছে ১-০ গোলে হারের পরও পয়েন্ট হারিয়েছে লা লিগাতে। রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করলেও শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে পড়েছে দলটি।

শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২। দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোচনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৯। টানা ড্রয়ের কারণে নিজেদের এই জায়গায় নিয়ে এসেছে তারা। 

রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করলেও মাঝে মাঝে ত্রাস দেখিয়েছে বেতিস। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে ৫-২ গোলে হারানোর পর গোল পেতে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে তাদের স্কোর মাত্র ১। অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ ড্র করা ম্যাচটিতে গোল এসেছে সেট পিস থেকে। বেনজেমা গোল পেয়েছিলেন ১২ মিনিটে ফ্রি কিক থেকে। কিন্তু পরে তা বাতিল হয়েছে। কারণ জালে যাওয়ার আগে মাদ্রিদ ডিফেন্ডার রুদিগারের হাত লেগে যায় বল।

এর পর বারবার চাপ সৃষ্টি করতে থাকে সফরকারীরা। কিন্তু সাফল্য আসেনি। ফেদেরিকো ভালভারদে প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু বল চলে যায় বারের ওপর। 

দ্বিতীয়ার্ধে এসে আরও বেড়ে যায় ম্যাচের উত্তেজনা ও আক্রমণের গতি। জয়ের জন্য হন্যে হয়ে ঘুরতে থাকে রিয়াল। চমক দেখানোর সুযোগ তৈরি হয় বেতিসেরও। বিরতির পর বেনজেমা প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন। কিন্তু সেটিও রুখে দেন বেতিস গোলরক্ষক ক্লদিও ব্রাভোর। 

কৃতিত্ব দিতে হয় মাদ্রিদ গোলরক্ষক কুর্তোয়াকেও। দারুণভাবে গোল বঞ্চিত করেছেন বোরহা ইগলেসিয়াসকে। দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন রদ্রিগো। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।