ঘরের মাঠে বাংলাদেশের কোন সিরিজ থাকলেই ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় দর্শকদের মধ্যে। তবে ইংল্যান্ড সিরিজে দর্শকদের যেন তেমন আগ্রহ নেই। বিশেষ করে প্রথম দুই ম্যাচ পরাজয়ের পর তৃতীয় ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ যেন একেবারেই কম। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে মাইকিং করেও টিকিট বিক্রি করা যাচ্ছে না।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হচ্ছে দুপুর ১২টায়। মধ্য দুপুর এবং অফিস থাকায় প্রথম ওয়ানডে ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল খুবই কম। তবে দ্বিতীয় ম্যাচটি শুক্রবারে হওয়ায় শেষদিকে বেশ ভালোই উপস্থিতি লক্ষ্য করা যায়।
চট্টগ্রামে সোমবার (৬ মার্চ) তৃতীয় ওয়ানডেতে কেবল হোয়াইট ওয়াশ এড়ানোর সুযোগ তামিম ইকবালদের সামনে। এই ম্যাচের টিকিট দেওয়া হচ্ছে সাগরিকার বিটাক মোড় ও শহরের এমএ আজিজ স্টেডিয়ামে। তবে সকাল থেকেই টিকিটের জন্য মানুষের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি সেখানে।
দর্শকদের উপস্থিতি কম লক্ষ্য করে বাধ্য হয়ে মাইকিং করে টিকিট কেনার আহ্বান করেন সংশ্লিষ্টরা। তবে তাতেও খুব একটা সাড়া মেলেনি। ধারণা করা হচ্ছে, আগেই সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ওয়ানডে ম্যাচ নিয়ে মানুষের তেমন আগ্রহ নেই।