Can't found in the image content. বায়ার্ন ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বায়ার্ন ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, মার্চ ৪, ২০২৩

বায়ার্ন ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার
অবশেষে শঙ্কাই সত্যি হলো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার লড়াইয়ে নেইমারকে পাচ্ছে না পিএসজি। দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে নিশ্চিত করেছেন, চোটের কারণে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

আগামী বুধবার বায়ার্নের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচ খেলবে পিএসজি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা। 

গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ৪-৩ গোলে জেতা রোমাঞ্চকর ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান নেইমার। ওই চোটের কারণে গত সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও খেলতে পারেননি ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

ছিটকে পড়ার আগে বেশ ছন্দে ছিলেন নেইমার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ১৭টিতে অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান। বায়ার্নের বিপক্ষে তাকে পাওয়ার আশায় ছিল দল। কিন্তু শনিবার নঁতের বিপক্ষে ম্যাচের আগে গালতিয়ে জানান, আপাতত ফিরছেন না নেইমার। 

“সে দলের বাইরে থাকবে। আমি মনে করি, বায়ার্নের বিপক্ষের ম্যাচটি সে খেলতে পারবে না। নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা।” 

“আমাদের আক্রমণভাগ বেশ মজবুত এবং গভীর। নেইমারের অনুপস্থিতির কারণে দুই জন মিডফিল্ডারের বদলে আমরা তিন জন মিডফিল্ডার এবং দুজন ফরোয়ার্ড নিয়ে যাব। বলতে চাচ্ছি, নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য মোটেও হালকা বিষয় নয়, বড় ক্ষতির।” 

অবশ্য বায়ার্ন ম্যাচের চেয়ে এ মুহূর্তে নঁতের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবতে চান গালতিয়ে। 

“আসছে ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা ও চোটের কারণে আমাদের শক্তি কমেছে, লিগে তাই নিজেদের পথটা আমাদের খুঁজে বের করতে হবে।” 

“আশা করি, বায়ার্নের বিপক্ষে বুধবারের ম্যাচের কথা আমাদের খেলোয়াড়রা এখন মাথায় রাখবে না। লিগে এ মুহূর্তে টানা তৃতীয় জয় পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।” 

২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে এগিয়ে আছে ৮ পয়েন্টে। ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে শনিবার বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় নঁতের বিপক্ষে নামবে তারা।