ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

'সিটির সঙ্গে রেফারিরা সবসময় অন্যায্য আচরণ করেন'

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, মার্চ ৪, ২০২৩

'সিটির সঙ্গে রেফারিরা সবসময় অন্যায্য আচরণ করেন'
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে তার দল। শীর্ষে থাকা আর্সেনালের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে সিটি। ম্যাচ বাকি আর ১৪ টি। টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জেতার জন্য ধারাবাহিকতার বিকল্প নেই পেপ গার্দিওলার দলের। 

এদিকে সিটি কোচ দাবি করেছেন, প্রিমিয়ার লিগের রেফারিরা ইচ্ছে করে তার দলের বিপক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন। বাকি দলগুলোকে যে ছাড় দেওয়া হচ্ছে সেই তুলনায় সিটির প্রতি অন্যায্য আচরণ করা হচ্ছে। 

গার্দিওলা আঙ্গুল তুলেছেন আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচের দিকে। যে ম্যাচে সময়ক্ষেপণের জন্য সিটির এডারসনকে হলুদ কার্ড দেখান রেফারি, 'আমরা সবচাইতে কম সময়ক্ষেপণ করা দল। অন্যান্য দল যা করে আমরা তার ধারেকাছে কিছু করি না। তাও আমাদেরকেই হলুদ কার্ড দেখানো হলো।' যদিও শেষ পর্যন্ত সিটি ম্যাচটি জেতে ৩-১ গোলে। 

গার্দিওলার দাবি সিটির মাঠে এসে সব দলই সময়ক্ষেপণ করে, কিন্তু তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না, 'ইতিহাদে (সিটির মাঠ) এসে কত মিলিয়ন বার বল ধরে রেখে সময় নষ্ট করা হয়েছে সেটির কী হিসাব আছে? কিন্তু সব সমস্যা আমাদের বেলাতেই। অন্যদের সময় কোনো ব্যবস্থা নেওয়া হয় না।' 

রেফারিং নিয়ে কঠোর সমালোচনা করার পরেও রেফারি নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন গার্দিওলা, 'আমি রেফারিং নিয়ে কিছু বলতে চাই না। তারা যা ইচ্ছা করতে পারে। এটা তাদের ব্যাপার। আমার মনোযোগ ম্যাচ জেতার দিকে। আমি রেফারিং নিয়ে চিন্তিত নই।'