Can't found in the image content. ১৯৭ রানে অলআউট অস্ট্রেলিয়া, লিড ৮৮ রানের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

১৯৭ রানে অলআউট অস্ট্রেলিয়া, লিড ৮৮ রানের

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩

১৯৭ রানে অলআউট অস্ট্রেলিয়া, লিড ৮৮ রানের
প্রথম ইনিংসে ভারতের ভরাডুবি। মাত্র ১০৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য় ছিল ভারতীয় শিবিরের। যদিও প্রথম ঘণ্টায় উইকেটের জন্য় হা-পিত্য়েস করতে হল ভারতীয় শিবিরকে। 

আগের দিনের দুই অপরাজিত ব্য়াটার ক্য়ামেরন গ্রিন ও পিটার হ্য়ান্ডসকম্ব দারুণ শুরু করেন। ম্য়াচের রং বদলানোর জন্য় একটা জুটি ভাঙতেই হত ভারতকে। বেশ কিছু মুহূর্ত তৈরি হলেও সাফল্য় মিলছিল না। ভারতের ডিআরএসও প্রথম দিনই শেষ হয়ে যাওয়ায়, সেই বিকল্পও ছিল না। দিনের প্রথম ঘণ্টা অস্ট্রেলিয়ার। কিন্তু এরপরই যেন বল হাতে ম্য়াজিক রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদবের। কত তাড়াতাড়ি ম্যাচের রং বদলে যেতে পারে, আরও এক বার দেখা গেল ইন্দোরে।

৪ উইকেটে ছিল ১৮৬। ভারতকে প্রথম ইনিংসে ১০৯ রানে গুটিয়ে দেওয়া অস্ট্রেলিয়া বড় লিডের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ ভোজবাজির মতো পাল্টে গেলো চিত্র।

শেষ ৬ উইকেটে মাত্র ১১ রান তুলতে পারলো সফরকারী দল। একটা সময় দারুণ অবস্থানে থাকা অসিরা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৯৭ রানেই। শেষ পর্যন্ত লিড ৮৮ রানের।