ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, মার্চ ১, ২০২৩

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে দুপুর ১২টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি। খেলা দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলেও, এজন্য সাবস্ক্রিপশন নিতে হবে।

র‍্যাবিটহোলে তাদের ইউটিউব চ্যানেলেও খেলা দেখাবে, তবে বাংলাদেশের মানুষ দেখতে পারবে না। বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড ছাড়া বিশ্বের সব দেশ থেকে ইউটিউবে খেলা দেখা যাবে।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে সরাসরি খেলা সম্প্রচার করবে স্কাই স্পোর্টস ও টক স্পোর্টস রেডিও। ভারতে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ফানকোড ডটকম ও ফানকোড অ্যাপে দেখা যাবে খেলা।

এদিকে বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচ যুক্তরাজ্যে বিনামূল্যে দেখা যাবে। এই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পেতে স্কাই স্পোর্টস যে পরিমাণ টাকা খরচ করেছে, টিভি চ্যানেলটিকে তা পরিশোধ করে দেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্কাই স্পোর্টসের পাশাপাশি ওয়ানডে এবং টি-২০ উভয় সিরিজই সরাসরি ইসিবির ওয়েব সাইটে দেখা যাবে। শুধু টিভি এবং অনলাইনই নয়, যুক্তরাজ্যে রেডিওতেও শোনা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সরাসরি ধারাভাষ্য। রেডিও প্রতিষ্ঠান হিসেবে চুক্তি করেছে টকস্পোর্ট। 

মিরপুরে ৩ মার্চ হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ।