চোটের কারণে সর্বশেষ এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) মাঠে নামা হচ্ছে না এই ভারতীয় পেসারের।
গত বছরের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন বুমরাহ। পিঠে অস্ত্রোপচারের অনুমতি পাওয়ার পর তার আইপিএলে না খেলার খবরটি জানিয়েছে ক্রিকইনফো। ৩১ মার্চ শুরু হবে আইপিএলের নতুন মৌসুম।
মূলত পিঠের চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বুমরাহ। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে সেখানেও তাকে না দেখার সম্ভাবনাই বেশি। ৭ জুন ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে বুমরার চোটের পরিচর্যা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মেডিকেল দল। ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল দল বুমরাকে অস্ত্রোপচারের কথা বলেছে। পিঠের নিচের অংশে ব্যথা কোনোভাবেই কমাতে পারছেন না ২৯ বছর বয়সী এই পেসার।
বুমরা ও জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখেই বুমরার বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।