ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

ক্লপের এখন শুধু মৌসুম শেষের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

ক্লপের এখন শুধু মৌসুম শেষের অপেক্ষা
মৌসুমটা শেষ হচ্ছে না কেন— লিভারপুলের সমর্থকেরা এ মুহূর্তে এমনটা ভাবলেও ভাবতে পারেন! একের পর এক ব্যর্থতা যে রীতিমতো কোণঠাসা করে রেখেছে দলটিকে। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারা দলটি এবার প্রিমিয়ার লিগে হোঁচট খেল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।

৮ বছর পর প্যালেসে গিয়ে জয়হীন থাকল ‘অল রেড’রা। ব্যর্থতায় ঠাসা এ মৌসুম যে দ্রুত ভুল যেতে চান, সেটাও প্যালেস ম্যাচের পর পরোক্ষভাবে জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও। ম্যাচ শেষে লিভারপুলের জার্মান কোচ যা বলেছেন, তার অর্থ দাঁড়ায় একটিই—কোনোভাবে মৌসুমটি শেষ করতে পারলেই বাঁচেন তিনি!

লিগে এর আগে টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল লিভারপুল। তবে তৃতীয় ম্যাচে এসে সেই ছন্দ আর ধরে রাখতে পারল না তারা। প্যালেসের সঙ্গে দাপুটে ফুটবল খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়নি অ্যানফিল্ডের দলটি। মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে।

গোলশূন্য এ ড্রয়ের পর ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান এখন ৭ নম্বরে। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ লিভারপুল কোচ ক্লপ বলেছেন, ‘এটা ইতিহাসে লিখে রাখার মতো কোনো মৌসুম নয়। এটা নিয়ে কোনো চলচ্চিত্রও হবে না, তবে যেভাবেই হোক, আমাদের মৌসুমটা কাটাতে হবে।’

যে প্যালেসের বিপক্ষে লিভারপুল পয়েন্ট হারিয়েছে, তারা নিজেরাই সর্বশেষ ৯ লিগ ম্যাচে জয়হীন। অথচ এই দলকে হারাতে পারলে সেরা চারের লড়াইয়ে থাকার সম্ভাবনাটা কিছুটা হলেও উজ্জ্বল করতে পারত লিভারপুল। দলের কাজটা যে ঠিকঠাক হচ্ছে না, সেটি বুঝতে পারছেন ক্লপ নিজেও, ‘এটা বোঝা যাচ্ছে, কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। তবে প্রতিপক্ষের মাঠে একটা পয়েন্ট পেয়েছি, এটা ঠিক আছে। এটা দারুণ কিছু নয়, তবে ঠিক আছে।’

৫ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে আগামী বৃহস্পতিবার লিভারপুল লিগ ম্যাচ খেলবে উলভসের বিপক্ষে। মৌসুমে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ম্যাচ দুটি। এখন গতকালের ধাক্কা সামলে লিভারপুল ফিরতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।