Can't found in the image content. ফলোঅনে পড়ে ঘুরে দাঁড়ালো নিউ জিল্যান্ড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ফলোঅনে পড়ে ঘুরে দাঁড়ালো নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

ফলোঅনে পড়ে ঘুরে দাঁড়ালো নিউ জিল্যান্ড
দ্বিতীয় টেস্টে হ্যারি ব্রুকের ১৮৬ ও জো রুটের অপরাজিত ১৫৩ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪৩৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এরপর নিউ জিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে ২০৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে।

ফলোঅন করতে নেমে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। আর সেটা সম্ভব হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান টম লাথাম ও ডেভন কনওয়ের ব্যাটে ভর করে। তাতে ৩ উইকেট হারিয়ে ২০২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে কিউইরা।

ইংল্যান্ডের চেয়ে এখনো তারা ২৪ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন (২৫) ও হেনরি নিকোলস (১৮)। তারা দুজন আগামীকাল সোমবার আবার ব্যাট করতে নামবেন।

দ্বিতীয় ইনিংসে লাথাম ও কনওয়ে ১৪৯ রানের জুটি গড়েন। দলীয় এই রানে জ্যাক লিচের বলে অলি পোপের হাতে ক্যাচ দিয়ে আউট হন কনওয়ে। ৬টি চার ও ১ ছক্কায় ৬১ রান করে ফেরেন তিনি।

টম লাথামও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫৫ রানের মাথায় জো রুটের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। যাওয়ার আগে ১১ চারে ৮৩ রানের ইনিংস খেলে যান। ১৬৭ রানের মাথায় উইল ইয়াং লিচের বলে বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ৮ রানে।

এরপর উইলিয়ামসন ও নিকোলস ৩৫ রানের জুটি গড়ে দিন শেষ করে আসেন।

তার আগে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা নিউ জিল্যান্ড আজ তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগেই অলআউট হয় ২০৯ রানে।

আগের দিন ২৫ রান নিয়ে অপরাজিত থাকা ব্লানডেল আজ ৩০ রান করে আউট হন। আর ২৩ রানে অপরাজিত থাকা টিম সাউদি দেখান ব্যাটিং দৃঢ়তা। মারমুখী ব্যাটিং করে ৫ চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করেন।

বল হাতে স্টুয়ার্ড ব্রড ৪টি উইকেট নেন। আর ৩টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ।