ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

নাপোলির স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হচ্ছে ম্যারাডোনার ভাস্কর্য

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

নাপোলির স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হচ্ছে ম্যারাডোনার ভাস্কর্য
তিন বছরের বেশি হয়ে গেল আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। নাপোলি ছিল তার প্রাণের ক্লাব। তাই ম্যারাডোনার মৃত্যুর এক বছর পর ২০২১ সালে ২৫ নভেম্বর নাপোলির স্টেডিয়ামের বাইরে তাঁর একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। সেই ভাস্কর্যটি এবার নির্মাতাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা এএনএসএ!

জানা গেছে, ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যটি নির্মাণে শুধু কাঁচামাল বাবদই প্রায় ৩০ হাজার ইউরো খরচ হয়েছে! যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকা। এর বাইরে অন্যান্য খরচ তো আছেই। ভাস্কর্যটি স্থাপনের সময় এই খরচ নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু পরবর্তীতে প্রশ্ন উঠলে নেপলসের মিউনিসিপ্যালিটি থেকে এ নিয়ে তদন্ত শুরু হয়। পরে জানানো হয়, প্রকৃত খরচ এর চেয়েও বেশি। নেপলসের সিভিল কোড অনুযায়ী, কোনো কিছু দান করা হলে সেটির মূল্য অবশ্যই যিনি দান করলেন, তার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

সমস্যাটি হলো, ম্যারাডোনার ভাস্কর্যটির নির্মাতা ডমেনিকো সেপের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। তাই তাকে এটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও এই সিদ্ধান্ত মানতে রাজি নন ডমেনিকো। তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন। ওলে জানিয়েছে, ভাস্কর্যটি এরই মধ্যে নাপোলির স্টেডিয়ামের সামনে থেকে সরিয়ে ডমেনিকো সেপের স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছে। সেপে ভাস্কর্যটি ফিরিয়ে দিতে চান, কিন্তু অনুমতি পাননি। উল্লেখ্য, ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলির হয়ে খেলেছেন ম্যারাডোনা।