চন্দিকা হাতুরুসিংহের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বেশি আশঙ্কা করা হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে। প্রথম মেয়াদে হাতুরুর পদত্যাগের অন্যতম কারণ ছিল সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার বিবাদ। এবারও পরিস্থিতি তেমনই আছে। মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, মমিনুল হক, এমনকি সাকিব আল হাসানের সঙ্গে হাতুরার সম্পর্ক ভালো নয়।
সিনিয়রদের মাঝে একমাত্র সাকিবই তিন ফরম্যাটে খেলছেন। তার পারফরম্যান্সটাই উল্লেখযোগ্য। কিন্তু বাকিরা তো পারছেন না পারফর্ম করতে। এসব সিনিয়রের ওপর এবার কঠোর হতে যাচ্ছে বিসিবি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম করতে না পারলে হাতুরুসিংহে তাকে নির্দ্বিধায় দল থেকে বাদ দিয়ে দেবেন!
পাপনের ভাষায়, ‘এটা খুবই কঠিন হবে (সিনিয়রদের সঙ্গে হাতুরুর সুসম্পর্ক)। এমনকি ডমিঙ্গোর সঙ্গেও সিনিয়রদের সমস্যা হয়েছিল...। আমি নিজেই এই মেয়াদে বিসিবির সভাপতি হতে চাইনি, কারণ আমি জানতাম আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমাদের খেলোয়াড়দের সমস্যাটা হলো, তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কিছু বলে না। হাতুরুসিংহের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ আমি জানি, যদি কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম না করে, হাতুরুসিংহে তাকে দল থেকে বাদ দিয়ে দেবে।’